ভালুকা (ময়মনসিং) প্রতিনিধি
২৯ নভেম্বর, ২০২৪
চাঁদাবাজিসহ নানা অভিযোগে নাঈম গ্রেপ্তার
যৌথ বাহিনীর অভিযানে ময়মনসিংহের ভালুকায় ক্ষমতার অপব্যবহার ও চাঁদাবাজি সহ অসংখ্য অপরাধে জড়িত নাঈম সরকারকে গ্রেপ্তার হয়েছে। গত বুধবার রাতে ভালুকা ক্যাম্প এর দায়িত্ব প্রাপ্ত মেজর মো. নোমান মুনসি’র নেতৃতে উপজেলার মাস্টারবাড়ী এলাকা থেকে নাঈমকে গ্রেপ্তার করা হয়। নাঈম সরকার উপজেলার কাশর গ্রামের জাফর সরকারের ছেলে।
জানা গেছে, নাঈম সরকার সন্ত্রাসী হিসেবে এলাকায় পরিচিত। হবিরবাড়ী ইউনিয়ন যুবলীগ সভাপতি হানিফ মোহাম্মদ নিপুনের সহযোগী হিসেবে এবং হবিরবাড়ি যুবলীগ এর প্রচার সম্পাদকের ক্ষমতার অপব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব করে। বিগত সরকারের সময় নাঈম এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, অস্ত্র প্রদর্শন, ভূমি দখল ও চাদাবাজি সহ আরও অসংখ্য অপরাধে জড়িত ছিল। গত ৫ আগস্টের পর নাঈম সরকার ও তার দোসররা এলাকায় আত্মগোপনে রয়েছে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন