ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

  ২৯ নভেম্বর, ২০২৪

চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার ২

নওগাঁর ধামইরহাটে চাঁদাবাজি করতে গিয়ে কামরুল ইসলাম বাবু (৫০) এবং রাজু আহমেদ রনি (৩২) নামের দুজন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বুধবার রাত সাড়ে ৯টায় উপজেলরা রসপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, উপজেলার রসপুর এলাকার একটি পরিবারের ঝামেলা নিষ্পত্তি করার নামে মোটা টাকা চাঁদার দাবি করেন আসামিরা। পরে এই ঘটনাটি এলাকাবাসিদের মাঝে ছড়িয়ে পড়লে স্থানীয়রা চাঁদাবাজদের আটক করে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে থানা পুলিশ গিয়ে তাদের আটক করে থানা হেফাজতে নেয়। এ ঘটনায় পুরো এলাকার মানুষদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে। আটক আসামিরা বিভিন্ন ভাবে কয়েকজন নেতাকর্মীর নাম ব্যবহার করে অপকর্ম চালাচ্ছিলো বলেও স্থানীয়রা জানান। পরবর্তীতে আসামিদের বিরুদ্ধে চাঁদাবাজি আইনে থানায় মামলা দায়ের করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close