reporterঅনলাইন ডেস্ক
  ২৯ নভেম্বর, ২০২৪

সংক্ষিপ্ত সংবাদ

পর্যালোচনা সভা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও মাসিক অপরাধ সভা হয়েছে। গত বুধবার পুলিশ লাইন্স শহীদ বীর মুক্তিযোদ্ধা কনস্টেবল আলাউদ্দিন ড্রিলশেডে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার ফারুক হোসেন। কল্যাণ সভা চলাকালীন সময়ে সকল ইউনিট ইনচার্জ তার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করায় বিদায় উপলক্ষে বিনয় কুমার, অতিরিক্ত পুলিশ সুপার, রায়গঞ্জ সার্কেলকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী পুলিশ সুপার সহ অনেকে।

জরিমানা

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরে হেরোইন বহনের দায়ে কবির ইসলাম (২২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার জেলা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক এ এফ এম মারুফ চৌধুরী এই আদেশ দেন। দন্ডপ্রাপ্ত কবির রাজশাহীর মোহনপুর থানার জাহানাবাদ গ্রামের বাসিন্দা।

নাটোর জজ আদালতের পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ চৌধুরী জানান, ২০২২ সালে নাটোরের লালপুরে র‌্যাব-৫ এর মাদক বিরোধী অভিযানে উপজেলার তিলকপুর গ্রামে তার কাছ থেকে ২২০ গ্রাম হেরোইন উদ্ধার সহ তাকে আটক করা হয়।

মতবিনিময়

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে নবাগত বরিশাল বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছারের সঙ্গে জেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় সভা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা হয়। জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার। সভা শেষে আগামী ৩০ অক্টোবর শনিবার শহীদদের স্মরণে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানায়।

কারাদণ্ড

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে শিশু ধর্ষণের অভিযোগে তসলেম উদ্দীন (৬০) নামের এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদন্ডাদেশ, পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ের আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক তৌহিদুল ইসলাম এ আদেশ দেন। মামলায় বাদি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট রোকেয়া ও আসামি পক্ষের আইনজীবী ছিলেন একেএম আসাদুল আলম।

মামলার বিবরণে জানা গেছে, ২০২৩ সালের ২২ অক্টোবর মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের আলাউদ্দিনের শিশু কন্যা বড়ির পাশে খেলা করছিল। একই গ্রামের তসলেম উদ্দিন চকলেটের লোভ দেখিয়ে শিশুটিকে নিকটবর্তী কলাবাগানে নিয়ে ধর্ষণ করে।

গরু চুরি

নাচোল প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বন্ধ হচ্ছে না গরু চুরি। বেপরোয়া হয়ে ওঠেছে গরু চোরেরা, আবারও গোয়াল ঘরের তালা কেটে গরু চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার রাতে নাচোল সদর ইউনিয়নের ঘিওন উঁচাপুকুর গ্রামের আ. সালামের গোয়াল ঘরের তালা কেটে ৫টি গরু চুরি করেছে চোরেরা। ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল আলম সত্যতা নিশ্চিত করেন। থানার ওসি মনিরুল ইসলাম বলেন, আমরা শুনেছি গরু চুরির কথা, থানায় এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা এলাকায় পুলিশের টহল, জোরদার করার চেষ্টা করছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close