কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে উচ্ছেদের নামে হামলার অভিযোগ, মানববন্ধন
কুড়িগ্রাম জিয়া বাজারের দোকানে উচ্ছেদের নামে ‘সন্ত্রাসী হামলা’ ও ‘লুটপাট’ করা হয়ে বলে অভিযোগ তুলে ডা. অমিত কুমার ও জাহাঙ্গীর আলম নামে দুজনের বিরুদ্ধে মানববন্ধন করেছেন ব্যবসায়িরা। পরে কুড়িগ্রাম পৌরসভা ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন তারা।
গতকাল বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম পৌর বাজার মূল সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন শতাধিক ব্যবসায়ী ও দোকান মালিক অংশ নেন।
মানববন্ধনে বক্তরা বলেন, তারা দীর্ঘ ৪০-৪৫ বছর থেকে চালের দোকান মালিকরা ব্যবসা করছে। কিন্তু১৩ নভেম্বর যুগ্ম জজ আদালত-১-এর নাজির পরিচয়ধারী ব্যক্তি ও দেড় শতাধিক বহিরাগত লোক তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে। কোনো নোটিশ ছাড়াই দোকানপাট ভাঙচুর মালামাল লুটপাট করে। এতে বাধা দিতে গেলে ভয়ভীতি দেখিয়ে ডা. অমিত কুমার ও জাহাঙ্গীরের লোকজন নতুন স্থাপনা কাজ শুরু করে।
ব্যবসায়িরা বলেন, পৌরসভার কাছ থেকে লীজ নিয়ে বছরের পর বছর ব্যবসা করে আসছেন তারা। ৪০ বছর পর ডা. অমিত কুমার ও জাহাঙ্গীর ওই জায়গার মালিকা দাবি করছেন।
ব্যবসায়ী মো. আব্দুস সালাম বলেন, ‘এমন সন্ত্রাসী কর্মকান্ডে কুড়িগ্রাম পৌরসভা ও কুড়িগ্রাম থানায় অভিযোগ দেওয়া হলেও কোনো প্রকার আইনী সহায়তা পাইনি। দেশের নাগরিক ও এই জেলার বাসিন্দা হয়েও কারোর কাছে সহায়তা পাচ্ছি না।’
জানতে চাইলে ডা. অমিত কুমার বসু বলেন, ‘জাহাঙ্গীর আমার কর্মচারি তাকে সহযোগিতা করার কারণে আমার নামে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। যতদূর জানি, পৈতৃক সূত্রে মালিক জাহাঙ্গীর। এ ব্যাপারে আদালত রায় জাহাঙ্গীরের পক্ষে আছে। আদালতের রায় ও বৈধ কাগজ সূত্রে আমি ওই জমির মালিক।’
কুড়িগ্রাম পৌরসভার নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার বলেন, ‘আমরা এ বিষয়ে অভিযোগ পেয়েছি। এ ঘটনা আদালতে মামলা চলমান।’ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
"