মেহেরপুর প্রতিনিধি

  ২৯ নভেম্বর, ২০২৪

মেহেরপুরে পিপির প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান

মেহেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) হিসেবে মোস্তাফিজুর রহমান তুহিনকে দেওয়া নিয়োগ প্রত্যাহার না করার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা জজ আদালত চত্ত্বরে ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মেহেরপুর জেলা শাখার আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ।

এর আগে ২০ নভেম্বর একই স্থানে শিক্ষার্থীরা মোস্তাফিজুর রহমানের নিয়োগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করে। এতে সাত দিনের মধ্যে তার নিয়োগ প্রত্যাহার দাবি জানিয়ে সময়সীমা দিয়েছিলেন। এবার সময়সীমা দিয়েছেন ১০ দিনের মধ্যে তাকে প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচি নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close