ঝালকাঠি প্রতিনিধি

  ২৯ নভেম্বর, ২০২৪

সব শ্রেণির মানুষের পর্যালোচনার ভিত্তিতেই সংবিধান সংশোধন

ব্যারিস্টার মঈন আলম

দেশের সব শ্রেণির মানুষকে নিয়ে পর্যালোচনার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন কমিশনের সদস্য ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী। তিনি বলেছেন, ‘সংশোধন কমিটির কাজ হচ্ছে সংবিধানের অসঙ্গতিগুলো তুলে ধরা। ভবিষ্যত প্রজন্মের কাছে এমন একটি সংবিধান রেখে যেতে চাই, যা দৃষ্টান্ত হয়ে থাকবে। সেই আলোকে আমরা কাজ করছি। সব শ্রেণির মানুষকে নিয়ে পর্যালোচনার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে।’

‘নতুন বাংলাদেশে কেমন সংবিধান চাই : ঝালকাঠির আইনজীবীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় মুখ্য আলোচকের বক্তব্যে ব্যারিস্টার মঈন আলম এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার সকালে ঝালকাঠি জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহাদাৎ হোসেন এতে সভাপতিত্ব করেন।

ব্যারিস্টার মঈন আলম বলেন, ‘আমরা বিভিন্ন গ্রুপের সঙ্গে বসে আলোচনা করেছি। সারা দেশ থেকে অনলাইনে মতামত সংগ্রহ করেছি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close