কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
২৯ নভেম্বর, ২০২৪
কসবা প্রেস ক্লাব
জানালার গ্রিল ভেঙে ভেতরে ছিটকিনি দিল দুর্বৃত্তরা
ব্রাহ্মণবাড়িয়ার কসবা প্রেসক্লাব কার্যালয়ের জানালার গ্রিল ভেঙে ঢুকে দরজা ভেতর থেকে ছিটকিনি লাগিয়ে বন্ধ করে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কসবা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের স্বপন বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে কসবা থানায় একটি অভিযোগ দিয়েছেন। প্রেসক্লাবটি কসবা উপজেলা পরিষদের কমপ্লেক্সের ভেতরে চারতলা ভবনে অবস্থিত।
জানা গেছে, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল খায়ের স্বপন গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে দুই সদস্যসহ কার্যালয়ে যান। সেখানে জানালার দুটি গ্রিল ভাঙা গিয়ে দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে ইউএনও মুহাম্মদ শাহারিয়ার মুক্তারকে জানানো হলে তিনি কসবা থানার পরিদর্শক (তদন্ত) রিপন দাসকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন