শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
৫৫ কোটি টাকার বনভূমি উদ্ধার স্থানীয়দের হামলা
গাজীপুরের শ্রীপুরে দখল হওয়া ৫৫ কোটি টাকা মূল্যের ৬ একর সরকারি বনভূমির জায়গা উদ্ধার করেছে বনবিভাগ। এ সময় বন বিভাগের লোকজনের ওপর হামলা চালায় ¯'ানীয় বাসিন্দারা। এতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল সহ ১০ জন আহত হয়েছেন। হামলাকারীরা একটি ভেকু ও ইউএনও, এসি ল্যান্ডের গাড়িসহ তিনটি গাড়ি ভাংচুর করে।
গত মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার কাফিলাতলি মৌজার ইজ্জতপুর বাজারের পাশে সহকারি প্রধান বন সংরক্ষক (এসিএফ) সামসুল আরেফিন ও সহকারি বন সংরক্ষক রেজাউল করিম এর নেতৃত্বে শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা ও যৌথ বাহিনীর সহযোগিতায় বিট অফিসারসহ প্রায় তিনশতাধিক প্রশাসনের লোকবল নিয়ে এই উ"েছদ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সজিব আহমেদ ও সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজিব আহমেদ জানান, মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর তিনটা পর্যন্ত কাফিয়াতলী মৌজায় সরকারি বনভূমির জায়গা উদ্ধার কাজ পরিচালনা করা হয়। আমাদের অভিযান সফলভাবে শেষ হওয়ার পর কিছু ¯'ানীয় দুষ্কৃতিকারী লোকজন বনবিভাগ ও প্রশাসনের ওপরে হামলা চালায়।
এতে প্রশাসনের বেশ কয়েকজন আহত হয়। এ সময় হামলাকারীরা তিনটি গাড়ি ভাঙচুর করে।
"