ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

  ২৮ নভেম্বর, ২০২৪

বাল্যবিয়ে থেকে রক্ষা করলেন ইউএনও

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার একটি গ্রামে এক কিশোরী (১৬) বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গিয়াস উদ্দীনের তৎপরতায় এই বাল্যবিবাহটি বন্ধ হয়।

উপজেলার একটি গ্রামের ওই কিশোরীর (১৬) সঙ্গে নেত্রকোনা জেলার বারহাট্রা উপজেলার এক যুবকের (২৫) সঙ্গে বিবাহের আনুষ্ঠানিকতা আজ বৃহস্পতিবার দুপুরে সম্পন্ন হওয়ার কথা ছিল। গত মঙ্গলবার বেলা ১টার দিকে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক পরিচালিত উপজেলা শিশু ফোরাম নামের একটি সংগঠনের একজন সদস্য বাল্য বিবাহের আয়োজনের খবরটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গিয়াস উদ্দীনকে মোবাইলে জানান। পরে ইউএনও বাল্য বিয়েটি বন্ধ করতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামানকে নির্দেশ দেন। ওইদিন সন্ধ্যা পৌনে ৬টার দিকে সহকারী কমিশনার (ভূমি) সরেজমিনে কনের বাড়িতে যান। তিনি সেখানে গিয়ে বাল্য বিবাহের আয়োজনের সত্যতা পান।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামান বলেন, এই বাল্যবিয়েটির আয়োজনের সত্যতা পেয়ে বন্ধ করেছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close