নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
২৮ নভেম্বর, ২০২৪
সড়ক নিরাপদ রাখতে সচেতনতার তাগিদ
বগুড়ার নন্দীগ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলার নিরাপদ সড়ক চাই (নিসচা) নেতৃবৃন্দ। দুর্ঘটনা প্রতিরোধে সড়ক নিরাপত্তায় জনসচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন ইউএনও লায়লা আঞ্জুমান বানু।
গত মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। সংগঠনের নানা কার্যক্রমের বিষয়ে আলোচনা করেন নিসচা সভাপতি ও উপজেলা যুবদল নেতা মো. জামাল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা এমএ হান্নান, নিরাপদ সড়ক চাই নেতৃবৃন্দ যথাক্রমে আব্দুল বারীক, আনোয়ার হোসেন, হারুন রশিদ প্রমুখ।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন