গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

  ২৮ নভেম্বর, ২০২৪

বালুয়া খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পুনঃখননের দাবি

ময়মনসিংহের গৌরীপুরের বালুয়া খালে দখল ও দূষণ রোধ করে খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ, বক্সকালভার্ট নির্মাণ বন্ধ ও খাল পুনঃখনের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। শেষে বাসিন্দারা বালুয়াপাড়া মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পৌর শহর প্রদক্ষিণ করে একই দাবিতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করেন।

গতকাল বুধবার বেলা ১১টায় গৌরীপুর পৌর শহরের বালুয়াপাড়া মোড়ে ‘গৌরীপুর পৌরবাসী’ এই ব্যানারে মানববন্ধন পালিত হয়। এতে স্থানীয়রা সহ বিভিন্ন শ্রেণি-পেশার অংশগ্রহণ করেন।

বক্তরা বলেন, দখল ও দূষণের কারণে বালুয়া খাল দিন দিন ছোট হয়ে আসছে। প্রতি বছর বর্ষায় খালের দুই কূল পানিতে ছাপিয়ে খাল সংলগ্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়তে হয় খাল সংলগ্ন এলাকাবাসীকে। অপরিকল্পিত ভাবে খালের মাটি কাটার কারণে খাল সংলগ্ন সড়কের পাশে প্যালাসাইটিং ধসে পড়ায় সড়কে ভাঙন দেখা দিয়েছে। দখল ও দূষণ রোধ করে বালুয়া খালের পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে খাল পুনঃখননের দাবি জানাচ্ছি।

এই কর্মসূচিতে এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য দেন কামাল উদ্দিন, শফিকুল ইসলাম, হাবিবুর রহমান, আল-মামুন, ডা. বুলবুল আহমেদ, ইসলাম উদ্দিন, রমজান মিয়া, লেবু মিয়া, আবুল কালাম, আব্দুল কাদির, নূরুল হক, আবুল কাশেম, খায়রুল ইসলাম, বিকাশ চন্দ্র দাস, আজিজুল হক, শামসুদ্দিন, আয়নাল হক, রিয়াজুল ইসলাম শুভ প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close