দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
দীঘিনালায় জাতিসংঘের কৃষি প্রণোদনা পেলেন ৫০০ কৃষক
খাগড়াছড়ির দীঘিনালায় পূর্বাঞ্চলে গেল বন্যা আক্রান্ত কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও আর্থিক সহযোগী করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা।
গতকাল বুধবার সকাল ১২টায় উপজেলা পরিষদ কমপে¬ক্সের স্বাধীনতা মঞ্চে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ।
উপজেলা কৃষি অফিসের সূত্র জানান, দুইদিনব্যাপি বিতরণ কার্যক্রমে প্রথমদিনে ২৫০ জন কৃষকের মাঝে এ কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (ফুড এন্ড এগ্রিকালচার অরগানাইজেশান অফ দ্যা ইউনাইটেড নেশন) এর অর্থায়নে ও উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় এ বিরতণ কার্যক্রমের আওতায় বন্যায় ৫০০ ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে বীজ-সার, নানান পদের কৃষি সরঞ্জাম ও নগত আর্থিক সহযোগীতা করা হয়।
বিতরণকালে বক্তারা বলেন, ‘পূর্বাঞ্চলে গেল বন্যায় চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার অর্থায়নে আক্রান্ত চাষীদের মাঝে এসকল প্রণোদনা বিতরণ করা হয়েছে। এর মধ্যদিয়ে ক্ষতিগ্রস্থ এলাকায় ফসলে সংকট নিরসন হয়ে খাদ্য সংকট মোকাবেলা করা সম্ভব হবে। বক্তারা আরো বলেন, স্বাস্থ্যগত ঝুঁকির বিষয় বিবেচনায় তামাক চাষ বন্ধে সামাজিক আন্দোলন ও প্রচারণা জোরদার করতে সবাইকে আরো সচেতন হতে হবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহাদাৎ হোসেন, জাতিসংঘের খাদ্য ও কৃষি
সংস্থার সহকারী প্রোগ্রামার লাথুইনু মারমা, ইউএনভি রাকেশ শামস প্রমুখ।
"