সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

  ২৮ নভেম্বর, ২০২৪

সরাইলে ইটভাটার ২ মালিককে ১০ দিনের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফসলি জমির পাশে লাইসেন্সবিহীন একটি ইটভাটা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। আর ইটভাটার দুই মালিককে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩-এর আলোকে ১০ দিনের কারাদণ্ড প্রদান করেন। গত মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের জিসান ব্র্রিকস নামে ইটভাটায় এ অভিযান চালানো হয়।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারফ হোসেন বলেন, ইটভাটাটি নদীর তীরে ৩০ ফুট জায়গা দখল করে লাইসেন্সবিহীন ও পরিবেশ ছাড়পত্র ছাড়াই ব্যবহার করে আসছে। আইন অনুযায়ী ইটভাটার চিমনি ও কুণ্ডলী ভেঙে দেওয়া হয়। অবৈধভাবে ব্যবহার করার কারণে ভাটার দুই মালিককে ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close