গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

  ২৮ নভেম্বর, ২০২৪

গঙ্গাচড়া

মাদরাসা সুপারকে কারণ দর্শানো নোটিস

রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের উত্তর পানাপুকুর গিড়িয়ারপাড় দাখিল মাদরাসার সুপার জালাল উদ্দিনের অনিয়ম, দুর্নীতি পরিলক্ষিত হওয়ায় কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রতিষ্ঠানের সভাপতি নাহিদ তামান্না।

গত সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত ওই নোটিশ পাওয়ার সাত কর্ম দিবসের মধ্যে জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।

জানা যায়, উত্তর পানাপুকুর গিরিয়ারপাড়া দাখিল মাদরাসা এমএলএসএস (নৈশ প্রহরী) মনোয়ারুল ইসলামের করা আবেদন, পারফরমেন্স বেজউ ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম এর প্রাপ্ত ৫ লাখ টাকা ও মাদরাসার জমি-সংক্রান্ত বিষয়ে শুনানি গ্রহণ করা হয়। শুনানি শেষে বিভিন্ন অনিয়মের বিষয় পরিলক্ষিত হয়। বিষয়গুলো হলো- মনোয়ারুল ইসলাম উত্তর পানাপুকুর গিরিয়ারপাড় দাখিল মাদরাসায় গত ২০১৪ সালের ৪ মার্চ নৈশ প্রহরী হিসেবে যোগ দেন। মাদরাসার সুপার গত ২০১৬ সালের ১৩ মার্চ তাকে এমএলএসএস (দপ্তরি) পদে চাকরিতে স্থায়ী করেছেন। বর্তমানে কোন পদে বহাল রেখেছেন তার চিঠিপত্র ও কাজপ্রত্রাদি দেখাতে সক্ষম হননি সুপার জালাল উদ্দিন।

কাশেম গংসহ ১০ জন অভিভাবক ও ছাত্র-ছাত্রী সুপারিনটেনডেন্ট, উত্তর পানাপুকুর গিরিয়ারপাড় দাখিল মাদরাসার বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন। শুনানিকালে পারফরমেন্স বেজউ ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন এর আওতায় ৫ লাখ টাকা বরাদ্দের ব্যয়ের খাতে অনিয়মের বিষয়ে জিজ্ঞাসাবাদে তিনি জানান, অন্য খাতে তিনি ইতোমধ্যে ব্যয় করেছেন। এতে প্রতীয়মান হয় তিনি আর্থিক অনিয়ম করেছেন।

উত্তর পানাপুকুর গিরিয়ারপাড়া দাখিল মাদরাসার কত একর জমি রেকর্ড রয়েছে এবং গত ২০১৪ সালের ২৫ জুলাই মিজানুর রহমানের আবেদনের জমি-সংক্রান্ত সিভিল মামালা রায়ের বিষয়ে কোনোরূপ জবাব দাখিল করতে পারেনি।

উল্লিখিত অভিযোগের বিষয়ে কোনো সুস্পষ্ট সদুত্তর দিতে না পারায় কারণ দর্শানো নোটিশের জবাব আগামী সাত কর্মদিবসের মধ্যে দেওয়ার জন্য বলা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close