সংক্ষিপ্ত সংবাদ
মানববন্ধন
নাটোর প্রতিনিধি
বিডিআর সদস্যদের মুক্তি এবং চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে গতকাল নাটোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে জেলা বিডিআর কল্যাণ পরিষদ। মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিডিআর কল্যাণ পরিষদ নাটোর জেলা শাখার সদস্য জেসিও আমজাদ হোসেন, রাজু আহম্মেদ, আব্দুর রাজ্জাকসহ বিডিআর কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।
পুরস্কার বিতরণ
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের মেধা বিকাশে ও নির্বাচিত ছাত্র-ছাত্রীদের নিয়ে জেলা পর্যায়ে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা জেলা (স্তরে) ওয়ার্ডমাস্টার পুরস্কার বিতরণ হয়েছে। গত মঙ্গলবার শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে বে-সরকারি উন্নয়ন সংস্থা গুডনেইবারস সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে এ পুরস্কার বিতরণ করা হয়। সভাপতিত্ব করেন এরিয়া হেড অব সোশ্যাল ইকোনোমি ইউনিট রেমন্ড কুইয়া।
অবহিতকরণ সভা
পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী সদর উপজেলার দরিদ্র-অসহায় মানুষকে বিনামূল্যে আইনি পরামর্শ, সেবা ও সহায়তা প্রদানের লক্ষ্যে লিগ্যাল এইড কর্মসূচি বাস্তবায়নে কমিউনিটি চেঞ্জ এজেন্ট (সিসিএ) গ্রুপের সদস্যদের এক ওরিয়েন্টেশন কর্মশালা হয়েছে। ইউএসএআইডির আইন সহায়তা অ্যাক্টিভিটি প্রকল্পের আওতায় গতকাল উপজেলা এসডিএর প্রশিক্ষণরুমে ওই ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করে বেসরকারি সংস্থা রূপান্তর।
বিএনপির কর্মিসভা
কাউনিয়া প্রতিনিধি
রংপুরের হারাগাছ ইউনিয়নের ৫ নম্বর ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মিসভা গত মঙ্গলবার রাতে পাটোয়ারী টারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তছলিম উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক রকিবুল হাসান পলাশ।
সেমিনার
শালিখা প্রতিনিধি
মাগুরার শালিখায় সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় ভাতাভোগীদের জিটুপি পদ্ধতিতে ভাতা প্রদানের সমস্যা ও করণীয় শীর্ষক সেমিনার গতকাল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন সভাকক্ষে শালিখা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ইউএনও হাসিনা মমতাজের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছিমা পলির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মাগুরা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জাকির হোসেন।
খড়ের গাদায় আগুন
ধনবাড়ী প্রতিনিধি
টাঙ্গাইলের ধনবাড়ীতে কৃষাণীর খড়ের গাদায় গত মঙ্গলবার রাত ১১টার দিকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বানিয়াজান ইউনিয়নের বড় গংগাবর গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষাণী জরজিনা বেগম জানান, রাতে শত্রুতাবশত আমার খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীর।
প্রস্তুতিসভা
নন্দীগ্রাম প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গতকাল উপজেলা প্রশাসনের প্রস্তুতিসভা হয়েছে। পরিষদ সভাকক্ষে ইউএনও লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হক প্রমুখ।
কার্যক্রম উদ্বোধন
মোল্লাহাট প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে শিক্ষাপ্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে বিজ্ঞান বক্স ও খেলাধুলার সামগ্রী বিতরণ এবং তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানকে মডেল বিদ্যালয় রূপান্তরের লক্ষ্যে গৃহীত কার্যক্রমের উদ্বোধন হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গত মঙ্গলবার মোল্লাহাট প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ উদ্বোধন হয়।
"