মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

  ২৮ নভেম্বর, ২০২৪

মিরসরাই সীমান্তে দ্বৈত নাগরিক আটক

চট্টগ্রামের মিরসরাইয়ে করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর সীমান্তে আশীষ পুরোহিত (৬৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার দুপুরে বাংলাদেশের অভ্যন্তরে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অলিনগর বিজিবি ক্যাম্পের কমান্ডার খুরশিদ আলম?

অলিনগর বিজিবি ক্যাম্পের কমান্ডার (নায়েব সুবেদার) খুরশিদ আলম বলেন, আশীশ পুরোহিত অলিনগর সীমান্ত দিয়ে কলকাতায় অবৈধভাবে প্রবেশ করার সময় স্থানীয়দের সন্দেহ হলে আটক করে খবর দেয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ভারতীয় আধার কার্ডের একটি স্ক্যান কপি, বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোন জব্দ করা হয়। আটক আশীষ পুরোহিতের কাছে আধার কার্ডের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ভারতীয় সরকার এটি আমাকে দিয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close