কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
কিশোরগঞ্জে দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত
কিশোরগঞ্জের গাড়াগ্রাম দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তারকে দুর্নীতির অভিযোগে পূর্ণাঙ্গ বরখাস্ত করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কক্ষে অনুষ্ঠিত ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। জানা যায়, স্থানীয়রা প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও নিয়োগ বাণিজ্যর অভিযোগ দেন। এর সন্তোষজনক জবাব না মেলায় গত ৬ অক্টোবর ব্যবস্থাপনা কমিটি তাকে সাময়িক বরখাস্ত করেন। পরে তদন্ত কমিটির দাখিল করা প্রতিবেদনের প্রেক্ষিতে ব্যবস্থাপনা কমিটি অভিযুক্ত প্রধান শিক্ষককে পূর্ণাঙ্গ বরখাস্তের সিদ্ধান্ত নেন। এ ব্যাপারে বিদ্যালয় সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী হক বিষয়টি নিশ্চিত করে জানান, ওই প্রধান শিক্ষককে পূর্ণাঙ্গ বরখাস্তের সুপারিশ বোর্ডে পাঠানো হবে। বোর্ডের আপিল অ্যান্ড আরবিটেশন কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।
"