নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
সুখাইজুড়ি
নদী দখলে প্রভাবশালীদের মাছ চাষ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের সুখাইজুড়ি নদী একসময় এলাকাবাসীর জীবন-জীবিকার গুরুত্বপূর্ণ অংশ ছিল। বিয়ের পর থেকেই এই নদীর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত ছিলেন ষাটোর্ধ্ব শাহারা বেওয়া। একসময় এই নদীতে তিনি গোসল করতেন, মাছ ধরতেন, হাঁসের জন্য শামুক সংগ্রহ করতেন। তবে দিন বদলের সঙ্গে সঙ্গে নদীটি এখন প্রভাবশালীদের দখলে। বাঁধ দিয়ে ছোট ছোট মাছের ঘের বানানো হয়েছে, ফলে নদীর পানি ব্যবহারসহ মাছ ধরা একপ্রকার অসম্ভব হয়ে পড়েছে। শাহারা বেওয়া বলেন, বিয়ের পর প্রথম ১৫-২০ বছর নদী ঠিকঠাক ছিল। এখন তো পুরো দখল হয়ে গেছে। নদীকে ছোট ছোট দিঘিতে পরিণত করে মাছ চাষ করা হচ্ছে। আগে নদীর পানি আনতাম, নৌকায় উঠতাম, অনেক স্মৃতি জড়িয়ে আছে। কিন্তু এখন নদীতে নামতে গেলে মারধরের ভয় থাকে, তাই আর নামি না। কত কথা শোনায়। সরেজমিনে দেখা গেছে, নদীর অংশে মাছ ধরার জন্য বাঁধ দিয়ে ছোট ঘের তৈরি করা হয়েছে। স্থানীয় লোকজন জানান, প্রভাবশালীরা নদীর অংশ দখলে নিয়ে মাছ আটকে রাখছেন এবং পরে তা অন্যদের লিজে দিচ্ছেন। লিজ নেওয়া ব্যক্তিরা মাছ ধরে বিক্রি করছেন। নদী দখলের কারণে এলাকাবাসী নদীর পানি ব্যবহার করতে পারছেন না এবং বর্ষায় পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হওয়ায় আটটি বিলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে ফসল ফলানোও বন্ধ হয়ে গেছে। দরিল্লা গ্রামের বাসিন্দা মইন উদ্দিন বলেন, উন্মুক্ত নদীতে আগে অনেক মাছ ছিল। আমরা নেমে মাছ ধরতাম। এখন গত ২০ বছর ধরে কেউ নদীতে নামতে পারে না। এটা আইনত অপরাধ, তবু কেউ কিছু বলছে না। স্থানীয়রা জানান, নদীর ১৩ কিলোমিটার এলাকাজুড়ে প্রায় ৫ কিলোমিটার মৃতপ্রায়। প্রভাবশালীরা নদীর বিভিন্ন অংশ বাঁধ দিয়ে নিজেদের দখলে নিয়েছেন।
"