পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ২০০ খামারিকে গো-খাদ্য বিতরণ
খুলনার পাইকগাছা উপজেলার অধিক দুর্যোগ ঝুঁকিপুর্ন দ্বীপ বেষ্টিত দেলুটি ইউনিয়নের ঘূর্নিঝড় দানা’র প্রভাবে ক্ষতিগ্রস্ত ২০০ প্রান্তিক গবাদিপ্রাণি পালনকারীকে ৭৫ কেজি করে পিলেট দানাদার খাদ্য বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার অর্থায়নের ঘূর্নিঝড় দানা’র প্রভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গোঁ খাদ্য বিতরণ করেন খুলনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়ের সভাপতিত্বে গোঁ খাদ্য বিতরনে উপস্থিত ছিলেন উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, এস এম কামরুল আবেদীন, অফিস সহকারী কামাল হোসেন, এফ এ আই খান হেলাল উদ্দিন, এল এফ এ জ্যোতিসর মন্ডল, মানশী অধিকারী, সি ই এ মধুসুদন সরকার, তরুণ ঢালী সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অপরদিকে উপজেলার সকল মাংস প্রক্রিয়া জাতকারী (বুচার)দের দিন ব্যাপি প্রশিক্ষণ প্রদান করা হয়।
এ সময় সঠিকভাবে মাংস প্রক্রিয়াকরনের উপর প্রশিক্ষণ প্রাদান করেন খুলনা জেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. মো. শরিফুল ইসলাম।
"