বরিশাল প্রতিনিধি
বরিশাল
জামিন পেয়ে আদালত চত্বরেই বাদীকে হত্যার হুমকি
বরিশালের বাকেরগঞ্জের নুর আলম জাহিদ নামের এক ব্যক্তি জামিন পেয়ে আদালত চত্বরেই বাদীকে হত্যার হুমকি দিয়েছেন। চাঁদার টাকা না দেওয়ায় আদালত চত্বরের সামনে হামলার ঘটনায় করা মামলায় জামিন পেয়ে ফের আদালত সেখানেই বাদীকে হত্যার হুমকি দেন তিনি। পরবর্তীতে একই বাদীর করা মামলায় হাজিরা দিয়ে গত ২১ নভেম্বর ডিসি কম্পাউন্ডে বসেও বাদীকে দ্বিতীয় দফায় গুম খুনের হুমকি দেয় আসামি জাহিদ।
ওই ঘটনার পর নিরাপত্তাহীনতা দেখা দিলে পালিয়ে থাকা বাদী সাইফুল ইসলাম উপায়ন্তর না পেয়ে গতকাল সংবাদকর্মীদের কাছে এ অভিযোগ করেন। এদিকে আসামির লাগাম টানতে না পারলে যেকোনো সময় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার ঘটতে পারে বলে জানিয়েছেন এলাকাবাসী।
মামলার বাদী সাইফুল ইসলাম জানান, তাদের বাকেরগঞ্জে একখন্ড জমি নিয়ে ভোগ দখলে বাধা দিয়ে চাঁদা দাবি করে আসামি নুর আলম জাহিদ। সেই জমি নিয়ে আদালতে একটি দেওয়ানী মামলা চলমান। কিন্তু চাঁদা না দেওয়ায় গত ১১ আগস্ট বরিশাল আদালতের সামনে মারধর করে এবং সঙ্গে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়। ওই ঘটনায় দায়ের করা মামলায় সত্যতা পাওয়ায় আসামি নুরুল আলমকে অভিযুক্ত করে তদন্তকারী কর্মকর্তা চার্জশিট দিলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
গত ১২ নভেম্বর জামিন পেয়ে আসামি নুরুল ইসলাম জাহিদ বাদী সাইফুল ইসলামকে বেলা সোয়া ১টার দিকে আদালত চত্বরে বসেই ফের হত্যার হুমকি দেয়। নিরাপত্তার স¦ার্থে দায়ের করা অপর একটি
মামলায় গত ২১ নভেম্বর হাজিরা দিয়ে আবারো হত্যার হুমকি দেওয়া হয় বাদী সাইফুল ইসলামকে।
প্রতিকার পেতে ভুক্তভোগী সাইফুল ইসলাম ফের মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
বরিশাল আদালতের সাবেক এপিপি অ্যাডভোকেট ওয়াদুদ এ ঘটনার প্রতিক্রিয়ায় জানান,
একজন বাদীকে যদি আইন আদালতের কম্পাউন্ডে নিরাপত্তা না থাকে তাহলে বাইরে বাদী পক্ষের কি ভয়ংকর অবস্থা হয় সেটা বলার অপেক্ষা
রাখে না। সংশ্লিষ্ট আদালতের উচিত হবে এ ধরনের বেপরোয়া আসামিকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা। তা নাহলে বাদীপক্ষ আদালতে বিচার চাইতে আসবে না।
"