ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

  ২৭ নভেম্বর, ২০২৪

ধোবাউড়ায় সংবর্ধিত সাফজয়ী ৬ নারী ফুটবলার

অবশেষে নিজেদের এলাকায় রাজসিক সংবর্ধনা পেয়ে উচ্ছসিত তহুরা শামসুন্নাহাররা। জানালেন এলাকার উন্নয়নের দাবি। দেশের নারী ফুটবলের ইতিহাস সৃষ্টি করে টানা দ্বিতীয়বার সাফ জয়ী নারী ফুটবল দলের কলসিন্দুরের ৬ ফুটবলারকে গত সোমবার সন্ধ্যায় রাজসিক সংবর্ধনা দেওয়া হয়েছে। কবি, সাহিত্যিক, রাজনৈতিক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সমন্বয়ে গঠিত কিশোরী ফুটবল কন্যাদের সংবর্ধনা আয়োজক কমিটির ব্যানারে ধোবাউড়া বহুমুখী উচ্চবিদ্যালয় খেলার মাঠে সংবর্ধিত হলেন কলসিন্দুরের সানজিদা আক্তার, মারিয়া মান্দা, তহুরা খাতুন, শামসুন্নাহার সিনিয়র, শামসুন্নাহার জুনিয়র ও শিউলি আজিম।

সোমবার বিকালে কলসিন্দুর থেকে গাড়ি বহর দিয়ে ধোবাউড়ায় সংবর্ধনা স্থলে নিয়ে আসা হয় তাদের। পথে রোভার স্কাউটস এর উদ্যোগে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে সংবর্ধনা অনুষ্ঠানে সাফ জয়ী দলের ৬ জন কিশোরী ফুটবলারদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট, নগদ অর্থ তুলে দেওয়া হয়। সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিনের সভাপতিত্বে এবং সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান মানিক এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন আয়োজক কমিটির সমন্বয়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম প্রমুখ।

সানজিদা মারিয়ারা বলেন, আমরা নিজের এলাকায় সংবর্ধনা পেয়ে খুশি।

সংবর্ধনা আয়োজক কমিটির সমন্নয়ক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, আমি এই ধোবাউড়াকে ক্রীড়াপল্লী হিসেবে গড়ে তুলতে চেষ্টা করব।

ইশরাক হোসেন বলেন, আওয়ামী লীগ ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। আমরা চাই ক্রীড়া অঙ্গনকে রাজনীতি মুক্ত এবং দলীয়করণ মুক্ত করা। আজকে আমার স্বপ্নের আংশিক স্বপ্ন পূরণ হয়েছে। আমার একটা আশা ছিল তাদের সংবর্ধনা দেওয়া এবং তাদের কাছে গিয়ে একটা ছবি তোলা।

ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বলেন, ক্রীড়া অঙ্গনে আমূল পরিবর্তন আসবে। খেলাধুলার মাধ্যমে বাংলাদেশকে মাদকমুক্ত করতে চাই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close