সংক্ষিপ্ত সংবাদ
কম্বল হস্তান্তর
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে সুবিধাবঞ্চিত শীতার্তদের মধ্যে কম্বল বিতরণের লক্ষ্যে জেলা প্রশাসকের কাছে ৫০০ শীতবস্ত্র হস্তান্তর করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা। গতকাল সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কম্বল গ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, স্থানীয় সরকারের উপপরিচালক রথীন্দ্রনাথ রায়, আশার সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার রফিকুল ইসলাম, জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার হাফিজুর রহমান প্রমুখ।
আর্থিক সহায়তা
গাজীপুর প্রতিনিধি
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শহীদ ২৫ শিক্ষার্থী পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। গতকাল আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে ওই আর্থিক সহায়তা দেওয়া হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের প্রমুখ।
সমঝোতা স্মারক
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের নির্বাচিত ৭টি চাউলকলের পরিবেশগত মানোন্নয়ন এবং আইএসও, ইএমএস সার্টিফিকেশন অর্জনের লক্ষ্যে প্রবৃদ্ধি প্রকল্পের আওতায় সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। গতকাল সকল ১০টায় হোটেল গ্র্যান্ড নূর এর হল রুমে নির্বাচিত ৭টি চাউলকল এবং এসজিএস বাংলাদেশ লিমিটেড এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশাসক নুর-এ আলম।
ত্রিবার্ষিক সম্মেলন
সিংড়া প্রতিনিধি
নাটোরের সিংড়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন-২০২৪ গতকাল দুপুরে দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি সিংড়া উপজেলা শাখার সভাপতি ও সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর সভাপতিত্বে বক্তব্য দেন সাতপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমুখ।
শিক্ষার্থীদের সংবর্ধনা
তিতাস প্রতিনিধি
কুমিল্লার তিতাসে জিনিয়াস ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে এ-প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলার কড়িকান্দি বাজারে প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও অফিসার সুমাইয়া মমিন। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং ক্রীড়া ভাষ্যকার মনির হোসেন মাস্টারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান ভূইয়া প্রমুখ।
মদসহ গ্রেপ্তার ৩
নবীগঞ্জ প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুরে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদসহ নবীগঞ্জের ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নবীগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, আলীপুর গ্রামের হাসনাত ও চরগাঁও গ্রামের বজলু চৌধুরী। জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, গতকাল দুপুরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গণসংযোগ
ধুনট প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বগুড়ার ধুনট বাজারে গণসংযোগ করেছেন। গতকাল বিকেলের দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তিনি এ গণসংযোগ করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্থবায়নের লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জনি প্রমুখ।
"