কুমিল্লা প্রতিনিধি
ময়নামতি উপজেলা দাবিতে ডিসিকে স্মারকলিপি
কুমিল্লায় ‘ময়নামতি উপজেলা’ গঠনের দাবিতে জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিরুল কায়সারকে স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কক্ষে এই স্মারকলিপি হস্তান্তর করে ময়নামতি উপজেলা বাস্তবায়ন কমিটির নেতারা। এ সময় জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেন তারা।
উপজেলা বাস্তবায়ন কমিটির নেতারা জেলা প্রশাসককে বলেন, জেলার বুড়িচং উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে গোমতি নদীর পশ্চিমপাড়ের চারটি ইউনিয়নকে (ময়নামতি, মোকাম, ভারেল্লা উত্তর ভারেল্লা দক্ষিণ) ভেঙে ময়নামতি নামে একটি উপজেলা করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে ওই অঞ্চলের মানুষ। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হলো। ময়নামতিকে উপজেলায় বাস্তবায়ন করতে তার কাছে সার্বিক সহযোগিতা কামনা করা হয়। এ সময় তারা জেলা প্রশাসকের কাছে ‘ময়নামতি অঞ্চলের’ মানুষের দুঃখ দুর্দশার বিস্তারিত তথ্যও তুলে ধরেন।
এদিকে জেলা প্রশাসকের পর কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারি আবু ও জামায়াতে ইসলামীর মহানগরের আমির কাজী দ্বীন মোহাম্মদের সঙ্গে সাক্ষাৎ করেন ময়নামতি উপজেলা বাস্তবায়ন কমিটির সদস্যরা। এ সময় তারা দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া সময় উপস্থিত ছিলেন, ময়নামতি উপজেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সাবেক ডিজিএম মো. আব্দুল মুনতাকিম, কুমিল্লা বারের সাবেক সভাপতি শরিফুল ইসলাম, অধ্যক্ষ হেলাল উদ্দিন, অধ্যক্ষ, শাহাজাহান, অধ্যক্ষ বদিউল আলম, সংগঠনের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ আব্দুল মবিন খান, মো. মফিজুল ইসলাম, অধ্যাপক হুমায়ুন কবির ও মো. জিল্লুর রহমান; সদস্যসচিব মোহাম্মদ দিদার উল আলম দিদার , যুগ্ম সদস্যসচিব মো. আবু মুছা, আব্দুল আউয়াল, অধ্যাপক মনিরুল ইসলাম এবং এম এম বিলাল হোসাইন (বিল্লাল ফকির), প্রবাসী বিষয়ক সম্পাদক মোহাম্মদ কবির হোসেন।
আরো উপস্থিত ছিলেন ময়নামতি প্রেসক্লাবের আহ্বায়ক মামশাদ কবির, সাংবাদিক মারুফ আহমেদ ও গিয়াস উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
"