গাজীপুর প্রতিনিধি

  ২৭ নভেম্বর, ২০২৪

জিএমপি কমিশনার

পুলিশ আগে পুলিশ ছিল না, ছিল পুলিশ লীগ

পুলিশ আগে পেশাগতভাবে পুলিশ ছিল না, পুলিশ লীগ ছিলেন বলে মন্তব্য করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. মো. নাজমুল করিম খান। তিনি বলেছেন, ‘জুলাই-আগস্ট অভ্যুত্থানের আগে পুলিশ জনগণের উপকার তো দূরের কথা, অপরাধীদের সঙ্গে বন্ধুত্ব করেছিল। পুলিশ তখন পুলিশ ছিল না, ছিল পুলিশ লীগ।’

জেলার জয়দেবপুর বাস টার্মিনালে মঙ্গলবার বিকেলে আয়োজিত অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন জিএমপি কমিশনার নাজমুল খান। তিনি এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

জিএমপি কমিশনার বলেন, ‘এত দিন আপনারা পুলিশের অত্যাচার, অপরাধীর অত্যাচার সহ্য করেছেন। পুলিশ গায়েবী মামলার মাধ্যমে মানুষকে হয়রানী করেছে, নির্বিচারে গুলি করেছে, মানুষকে হত্যা করেছে, অতিরিক্ত বল প্রয়োগ করেছে। যারা এটি করেছে, তারা ঘৃণ্যতম অপরাধ করেছে। তারা পুলিশের ইমেজ নষ্ট করেছে।’

ড. নাজমুল করিম বলেন, ‘পুলিশের আসল লক্ষ্য দুষ্টের দমন, সৃষ্টের সেবন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আগের পুলিশ সেই ভূমিকা ধরে রাখতে পারেনি। আমরা সেখান থেকে বের হতে চাই। আপনাদের সঙ্গে নিয়ে সুন্দর একটি সমাজ গড়তে চাই।’

মতবিনিমিয় সভায় বিশেষ অতিথি ছিলেন জিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, উপকমিশনার রিয়াজ উদ্দিন আহমেদ, ইব্রাহিম খান, বিএনপি নেতা হান্নান মিয়া হান্নু, মোফাজ্জল হোসেন, সাইফুল ইসলাম টুটুল, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা ইসহাক টিপু, সাদেকুজ্জামান, সদর থানার ওসি আরিফুর রহমান প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close