শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
সাফারি পার্ক থেকে চুরি হওয়া পাখিসহ গ্রেপ্তার ১
গাজীপুরের শ্রীপুরে অবস্থিত সাফারি পার্ক থেকে ম্যাকাও পাখিশালার নেট কেটে দুইটি ম্যাকাও পাখি চুরির ঘটনায় পাখিসহ আফির নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত রবিবার সকালে পাখি উদ্ধার ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল। গ্রেপ্তার আফির উপজেলার মাওনা ইউনিয়নের ইন্দ্রবপুর গ্রামের বাসিন্দা।
ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান, এ ঘটনায় সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক রাজু আহমেদ বাদী হয়ে অজ্ঞাত চোরদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। গত শুক্রবার রাতের কোনো এক সময় ম্যাকাউ পাখিশালার বেষ্টনী নেট কেটে দুটি ম্যাকাও পাখি চুরি হয়। এ বিষয়ে অবহিত হওয়ার পর টঙ্গীর পাখির মার্কেট এলাকায় অভিযান চালিয়ে একটি পাখি উদ্ধার ও আফির নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে চুরি মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।
উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় এক জন্য ব্যক্তিকে শনাক্ত করেন। পরে তার বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নিয়ে ওই দিনই টঙ্গী বাজার এলাকার সেনা কল্যাণ রোডে অবস্থিত পাখি বেচাকেনার মার্কেটের একটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সাফারি পার্ক কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে টঙ্গীর একটি পাখি বিক্রির দোকান থেকে চুরি যাওয়া একটি ম্যাকাও পাখি উদ্ধার করা হয়।
"