বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
বাঁশখালীতে আগুনে পুড়ল ৪ বসতঘর
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নে আগুনে চার বসতঘরের পুড়ে গেছে। এতে আরো চারটি বসতঘরে আংশিক ক্ষতি হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০ লক্ষাধিক টাকা বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন।
গত রবিবার উপজেলার শীলকূপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নুর উদ্দিন সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থরা হলেন, ওই এলাকার নাজিম উদ্দিন সিকদার, মো. হোসেন সিকদার ইফতু, আরেফা বেগম ও আমেনা বেগম।
স্থানীয় প্রত্যক্ষদর্শী মো. ছগির বলেন, ক্ষতিগ্রস্থ সবাই আমাদের এলাকার প্রতিবেশী। এরা সবাই চট্টগ্রাম শহরে থাকেন। আগুন লাগায় বাড়িতে কেউ না থাকায় বসতঘরের সবই পুড়ে গেছে।
এ বিষয়ে বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্থা মিজানুর রহমান বলেন, খবর পেয়ে আমরা দ্রুতই ঘটনাস্থলে পৌছাই। এতে চারটি বসতঘরের সর্বস্ব পুড়ে যায়। তদন্ত করে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ পরে জানা যাবে।
"