সংক্ষিপ্ত সংবাদ
পলিথিন জব্দ
ফেনী প্রতিনিধি
ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় তিন মণ পলিথিন জব্দ ও ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন এ জরিমানা আদায় করেন। অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে মোট ৪২ হাজার টাকা জরিমানা করে নগদ আদায় করা হয় এবং প্রায় ১২৪ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ জব্দ করা হয়।
আলোচনা সভা
নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় সুন্দর সমাজ গঠনে খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় করণীয়বিষয়ক আলোচনা সভা, উপস্থিত বক্তৃতা, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে পূর্ব কাটলী বিএনপিএস সংলগ্ন খেলার মাঠে আইইডির ব্যবস্থাপনায় এবং জনউদ্যোগ এই অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান খান প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকী
নাটোর প্রতিনিধি
নাটোরে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল নাটোর শহরের মাদরাসা মোড় এলাকায় প্রতিষ্ঠানটির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে এক শোভাযাত্রা বের করা হয়। এতে উপস্থিত ছিলেন এনডিসি রাশেদুল ইসলাম, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস বাংলাদেশ কেনিক রাজশাহী অঞ্চলের সহ-সভাপতি নওশের আহম্মেদ তামান্না, আইডিবির জেলা শাখার সভাপতি আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক মোস্তফা কামালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকৌশলীরা।
সেমিনার
মাভাবিপ্রবি প্রতিনিধি
টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ক্লাব এবং ডাটা সলিউশন ৩৬০-এর যৌথ উদ্যোগে গতকাল বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সেমিনার হলে ‘ডাটা সায়েন্স: ভবিষ্যতের পেশা ও সুযোগসমূহ’ শীর্ষক সেমিনার হয়েছে। প্রধান বক্তা ছিলেন ডাটা সলিউশন ৩৬০-এর প্রতিষ্ঠাতা নাজমুস সাকিব। ক্যারিয়ার ক্লাবের সভাপতি তাহমিদ আলিফের সভাপতিত্বে বক্তব্য দেন সহযোগী অধ্যাপক জিয়াউর রহমান, শিক্ষক আবদুল হালিম ও মেহেদী হাসান। সঞ্চালনা করেন হ্যাপি আক্তার ও রিফাত আহমেদ।
র্যালি-সমাবেশ
সন্দ্বীপ প্রতিনিধি
চট্টগ্রামের সন্দ্বীপে লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচার অভিযান শুরু করছে বাংলাদেশ নারী প্রগতি সংঘ সন্দ্বীপ। এ উপলক্ষে সংস্থার এনাম নাহার মোড়ে গতকাল সকালে র্যালি ও সমবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন নারী প্রগতি সংঘ কমিউনিটি ফোরামের সভাপতি আবুল কাশেম শিল্পী, বাংলাদেশ নারী প্রগতি সংঘের ডেভেলপমেন্ট অফিসার শাহীনা আকতার। বক্তব্য দেন সন্দ্বীপ মহিলাবিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা আবদুল খালেক প্রমুখ।
কমিটি গঠন
রানীশংকৈল প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে গত রবিবার সন্ধ্যায় বিএনপির মহিলা দলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। রানীশংকৈল ডিগ্রি কলেজ হলরুমে উপজেলা মহিলা দলের সভাপতি মনিরা বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহসভাপতি সুলতানুল ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহামুদ মামুন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা পারভীন প্রমুখ।
জরিমানা
নবাবগঞ্জ প্রতিনিধি
ঢাকার দোহারে অসুস্থ গরুর মাংস বিক্রির চেষ্টাকালে দুজনকে আটক করে জরিমারা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলার জয়পাড়া বাজারের কসাইপট্টিতে এই অভিযান চালিয়ে জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন খান বলেন, এ ধরনের কাজ জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং আইনত দণ্ডনীয় অপরাধ।
"