হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

  ২৬ নভেম্বর, ২০২৪

হাতিয়ায় অস্ত্রসহ গ্রেপ্তার ১৪

নোয়াখালী হাতিয়ায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে ৬টি বিভিন্ন সাইজের ছুরি, ৬টি দা, একটি একনলা বন্দুক ও ২টি এলজি উদ্ধার করা হয়।

গত রবিবার রাত ১২টার দিকে গ্রেপ্তার ব্যক্তিদের হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। এর আগে, শনিবার রাত ৩টার সময় উপজেলার হরণী ইউনিয়নের চর ঘাসিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বিপ্লব চন্দ্র দাস, শিমুল চন্দ্র দাস, মিটন চন্দ্র দাস, যুবরাজ চন্দ্র দাস, ভিবেষ মজুমদার, আব্দুল্লাহ, রিয়াজ উদ্দিন, মো. নিজাম উদ্দিন, রণজিৎ চন্দ্র দাস, মো. মামুন, রাজীব চন্দ্র দাস, এমরান, কাশেম ও রিয়াজ।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ ডাকাত দল হাতিয়ার হরণী ইউনিয়নের চর ঘাসিয়ার গহীন জঙ্গলে অবস্থান করে বিভিন্ন নিরীহ মানুষের ট্রলার, গরু-মহিষ ডাকাতি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত তিনটার সময় স্টেশন কমান্ডার রিফাত আহমেদ একটি দল নিয়ে তাদের আস্তানায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ১৪ জন ডাকাতকে অস্ত্রসহ আটক করা হয়।

হাতিয়া থানার (ওসি তদন্ত) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, গ্রেপ্তার ১৪ জনকে অস্ত্রসহ থানা হাজতে হস্তান্তর করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close