কেশবপুর (যশোর) প্রতিনিধি

  ২৬ নভেম্বর, ২০২৪

কেশবপুরে অভিযোগ

চাকরি দেওয়ার নামে ৯ লাখ টাকা আত্মসাৎ আ.লীগ নেতার

যশোরের কেশবপুরে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নজরুল ইসলাম খানের বিরুদ্ধে পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ে চাকরি দেওয়ার নামে প্রায় ৯ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ করেছেন ভুক্তভোগী চাকরি প্রত্যাশী ছাত্রদল নেতা মাহমুদুল হাসান ও আশরাফুল আলম মিঠু। দীর্ঘ ১৬ বছর ধরে তারা চাকরির জন্য দেওয়া টাকা উদ্ধার করতে ব্যর্থ হয়েছেন।

এরই এক পর্যায়ে আওয়ামী লীগ ছাত্র জনতার আন্দোলনে পতনের পর ভুক্তভোগীরা পাঁজিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপির ইউনিয়ন সভাপতি মাস্টার মকবুল হোসেন মুকুলের কাছে বিষয়টি জানালে তিনি দুপক্ষকে নিয়ে শালিসীর আয়োজন করেন। দুপক্ষের শুনানি শেষে তিনি বিষয়টি নিষ্পত্তির জন্য উভয় পক্ষের দুজন করে মানিত সদস্যের নাম প্রস্তাব করে দেওয়ার আহ্বান জানান। সে মোতাবেক মাহমুদুল হাসান ও মিঠুর পক্ষ থেকে সাবেক ইউপি সদস্য মহির উদ্দিন বিশ্বাস ও শিক্ষক আবুল বাসারের নাম আসে। নজরুল ইসলাম খানের মানিত দুজন সদস্য মনোনীত হন সাংবাদিক জয়দেব চক্রবর্তী ও আবুল কাশেম।

দুপক্ষের মানিত চারজন ও সাবেক চেয়ারম্যান মাস্টার মকবুল হোসেন মুকুল শালিসী বৈঠকে উভয়পক্ষের সম্মতিক্রমে সাড়ে ৬ লাখ টাকা নজরুল ইসলাম খানকে ফেরত দেওয়ার সিদ্ধান্ত প্রদান করেন। নজরুল ইসলাম খান শালিসীর সিদ্ধান্ত মেনে নিয়ে ৩ কিস্তিতে টাকা প্রদানের দাবি জানালে তাকে সে সুযোগ প্রদান করেন মানিত বোর্ড। এর পর থেকে তিনি নির্ধারিত তারিখে টাকা প্রদান না করে একের পর এক নানান অজুহাত দিয়ে চলেছেন যা নিয়ে এলাকায় অসন্তোষ বিরাজ করছে।

এ বিষয়ে পাঁজিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার মকবুল হোসেন মুকুল বলেন, তিনি শালিসী সিদ্ধান্ত অমান্য করে এলাকার পরিবেশ নষ্ট করে চলেছেন। তিনি স্পষ্ট বলেছেন দুজন বিএনপির লোক হওয়ায় তিনি চাকরি দিতে পারেননি।

এ বিষয়ে নজরুল ইসলাম খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দুই লাখ টাকা নিয়ে বিষয়টি নিষ্পত্তির জন্য বলেছেন বলে জানান।

দীর্ঘ ১৬ বছর ধরে ভুক্তভোগীরা টাকা ফেরতের দাবি করলেও আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম খান তাদের পাত্তা দেননি বলে অভিযোগ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close