ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

  ২৬ নভেম্বর, ২০২৪

৪০ বছর পর শ্মশানের জায়গা বুঝিয়ে দিল প্রশাসন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রশাসনের সহযোগিতায় ৪০ বছর ভূমি দখলে আক্রান্ত শ্মশানের জায়গা বুঝে পেল হিন্দু সম্প্রদায়। গতকাল সোমবার দুপুরে জায়গা মেপে শ্মশানের দায়িত্বে থাকা লোকদের হাতে ওই বুঝিয়ে দেন উপজেলা প্রশাসন।

জানা যায়, উপজেলার উচাখিলা ইউনিয়নের উচাখিলা বাজরে ব্রহ্মপুত্র নদের শাখা নদী কাঁচামাটিয়া নদীর তীরে মহাশ্মশানে হিন্দু ধর্মালম্বী মানুষের মৃতদেহ সৎকার করে আসছিলেন। তবে জায়গাটির চারপাশ চিহ্নিত না থাকায় এ নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিরোধ চলে আসছিল। প্রতিবার মৃতদেহ সৎকার করতে গিয়ে হিন্দু ধর্মালম্বীদের চরম ভোগান্তিতে পড়ত। একটি প্রভাবশালী মহল এই জায়গা এমনভাবে দখল করেছিল শ্মশানে ঢোকার রাস্তা পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগ পাওয়ার পর এ বিষয়ে সমাধানের উদ্যোগ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সহযোগী হিসেবে তিনি উপজেলা কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন ও ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুর রহমানকে সঙ্গে নিয়ে গতকাল সোমবার ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্মশানের জায়গা মাপঝোক করে চিহ্নিত করেন। পরে সেই জায়গা শ্মশানের দায়িত্বে থাকা হিন্দু সম্প্রদায়ের কাছে বুঝিয়ে দেন।

বিষয়টি নিয়ে ৮৫ বছরের বৃদ্ধ ভবেশ চন্দ্রসাহা বলেন, শ্মশানের জায়গাটি নিয়ে কয়েকদিন পর পর বির্তকের সৃষ্টি হত। যার ফলে খুবই দুশ্চিন্তায় থাকতাম। দীর্ঘ দিন পর এর একটা সমাধান হয়েছে। এ জন্য প্রসাশনকে ধন্যবাদ। এখন থেকে সৎকারে আর কোনো সমস্যা হবে না। এখন মরেও শান্তি পাব।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন বলেন, এখন থেকে শ্মশানের জায়গা নিয়ে আর কোনো বিতর্কের সুযোগ নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার বলেন, শ্মশানের জায়গাটি চিহ্নিত করে হিন্দু ধর্মাবলম্বী লোকদের মৃতদেহ সৎকারে সহযোগিতা করতে পেরে আমার ভালো লাগছে। এখন থেকে তারা মৃত ব্যক্তিদের নিশ্চিন্তে অন্তেষ্টিক্রিয়া করতে পারবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close