দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
২৬ নভেম্বর, ২০২৪
বৃদ্ধকে চুবিয়ে হত্যা আসামি গ্রেপ্তার
পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের ৬ নম্বর আদমপুর ওয়ার্ডের বাসিন্দা নুর ইসলামকে পানিতে চুবিয়ে হত্যা মামলার প্রধান আসামিকে গাজীপুর থেকে গত রবিবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা যায়, উপজেলার বহরমপুর ইউনিয়নের আদমপুর গ্রামে গত ৩ নভেম্বর সকাল ১০টায় চায়ের দোকান থেকে নুর ইসলাম হাওলাদারকে (৬৬) ডেকে নিয়ে পাশের সেতুর ঢালে সাবেক ইউপি সদস্য সোহাগসহ ৬ জন ও অজ্ঞাতনামা ২-৩ জন মারধর করে খালের পানিতে চুবিয়ে হত্যা করে। এ ঘটনায় নুর ইসলামের মেয়ে কহিনুর বেগম বাদী হয়ে গত ৩ নভেম্বর কাইয়ুম, সোহাগ মেম্বর, রহিম বেপারী, শাহজাহান মৃধা, রুনু বেগম, রিপনসহ ২-৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে দশমিনা থানায় হত্যা মামলা করেন।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন