বেড়া-সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

  ২৬ নভেম্বর, ২০২৪

সাঁথিয়ায় চরমপন্থি সদস্যকে গলা কেটে হত্যা, আহত ১

পাবনার সাঁথিয়ায় চরমপন্থী দলের আত্মসমর্পণ করা বাকুল (৪৫) নামের নেতাকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় নিহত বাকুলের ভাতিজা আলেপকে (২৫) কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গত রবিবার রাত ৯টার দিকে উপজেলার রাউত গ্রামের এবতেদায়ী মাদরাসা এলাকার মুকুলের বাড়ির পেছনের সড়কে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান। বাকুল উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের রাউতি গ্রামের রওশনের ছেলে। তিনি আত্মসমর্পণ করা চরমপন্থি দলের নেতা ছিলেন। তিনি পেশায় ঘোড়ার গাড়ি চালক ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে বাকুল ঘোড়ার গাড়িতে ধান নিয়ে সাঁথিয়ার রাউত গ্রামের জালাল মাস্টারের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় এলাকার এবতেদায়ী মাদরাসা এলাকার মুকুলের বাড়ির পেছনের সড়কে পৌঁছালে দুর্বৃত্তরা কুপিয়ে ও গলাকেটে হত্যা করে ফেলে রেখে যায়। এ সময় নিহত বাকুলের ভাতিজা আলেপ এগিয়ে এলে তাকেও এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা আহত আলেপকে প্রথমে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পরে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, ঘটনাস্থলেই তিনি মারা যায়। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এখনো হত্যার কারণ জানা যায়নি। তবে তিনি চরমপন্থী সদস্য ছিলেন এবং তার নামে একাধিক মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জেনেছি। তদন্ত চলমান পরে বিস্তারিত জানানো হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close