সিংড়া (নাটোর) প্রতিনিধি

  ২৬ নভেম্বর, ২০২৪

শহর পরিচ্ছন্ন রাখতে ৫৩৬ ডাস্টবিন বিতরণ

নাটোরের সিংড়া পৌর এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ৫৩৬টি ডাস্টবিন বিতরণ করেছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। গতকাল সোমবার বিকেলে সিংড়া পৌরসভার মাদরাসা মোড়ে এই ডাস্টবিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

জানা যায়, পৌরসভার ১২টি ওয়ার্ডসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সকল সরকারি প্রতিষ্ঠান এবং পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব ডাস্টবিন বসানো হবে।

ইউএনও মাজহারুল ইসলাম বলেন, এই শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে। সরকারের পক্ষ থেকে উপজেলা প্রশাসন সকল প্রকার সহযোগিতা করবে। পৌরসভার ঐতিহ্য এবং সৌন্দর্য রক্ষায় এসব ময়লার ঝুড়ি (ডাস্টবিন) সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়েছে। এ সময় পৌরসভার সব নাগরিক ও ব্যবসায়ীদের পরিচ্ছন্নতা আইন রক্ষায় এগিয়ে আসার অনুরোধ জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম রব্বানী সরদার, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন, প্রধান সহকারী জিল¬ুর রহমান, নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল লতিফ, পৌরসভার সিআই শহিদুল ইসলাম প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close