উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ২৫ নভেম্বর, ২০২৪

ধান মাড়াইয়ে অটো মেশিনই পছন্দ কৃষকের

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষকদের কাছে এখন পছন্দের হলো অটো ধান মাড়াই মেশিন। কৃষকেরা মাঠের জমির ধান কেটে মাঠেই এ মেশিনে ধান মাড়াই করে নিচ্ছেন। সলঙ্গা ইউনিয়নের গোজা মাঠে রোপা আমন ধান মাড়াই করতে দেখা গেছে।

বনবাড়িয়া গ্রামের কামরুল হাসান জানান, প্রায় সোয়া পাঁচ লাখ টাকা খরচ করে মোবাইল অটো ধান মাড়াই মেশিনটি বানিয়ে নিয়েছেন। কৃষকদের চাহিদায় বাড়ির ওঠোন আঙ্গিনায় ও সরাসরি আবাদী মাঠে গিয়ে কাটা ধান মাড়াই করে দেন। এখন বিভিন্ন এলাকায় মেশিন নিয়ে রোপা আমন ধান মাড়াই করে দিচ্ছেন। এক বিঘা জমির ধান মাড়াই করে দিতে এক হাজার টাকা নিচ্ছেন। প্রতিদিন প্রায় আট বিঘা জমির ধান মাড়াই করে থাকেন। সব খরচ বাদে সাড়ে পাচ থেকে ছয় হাজার টাকা আয় হয় বলে জানান।

এদিকে স্থানীয় কৃষক রাজু মিয়া জানান, আবাদী মাঠেই বিঘা দেড়েক জমির রোপা আমন ধান কাটার পর ওইরকম মেশিনে মাড়াই করে নিচ্ছেন। এ যন্ত্রে কম সময়ে ধান মাড়াই ও খড় শুকাতে তাদের বেশ সুবিধা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close