চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় বিএনপির কাউন্সিল
সম্পাদক ও সাংগঠনিক নির্বাচিত
চুয়াডাঙ্গা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রত্যক্ষ
ভোটে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এবং বিনা প্রতিদ্বন্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন।
গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় স্থানীয় টাউন ফুটবল মাঠে চুয়াডাঙ্গা জেলা বিএনপির
দ্বিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশন কাউন্সিলে বিকালে
৩টি পদে প্রত্যক্ষ ভোট গ্রহণ করা হয়।
জেলা বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির নির্বাচন কমিশনার শাজাহান মুকুল এদিন রাতে জানান, সভাপতি পদে একক প্রার্থী হওয়ায় বিএনপির জেলা আহবায়ক ও কেন্দ্রীয় উপ-কোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবু বিনা প্রতিদ্বন্দ্বিতায় ও সাধারণ সম্পাদক পদে জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদকের ৩টি পদে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মীর্জা ফরিদুল ইসলাম শিপলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সফিকুল ইসলাম পিটু ও
দামুড়হুদা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক
খালিদ মাহমুদ মিল্টন নির্বাচিত হয়েছেন।
"