কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

  ২৫ নভেম্বর, ২০২৪

কালীগঞ্জ

দরিদ্র কৃষকের ধান কেটে দিল ‘পৌর কৃষক দল’

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নব গঠিত পৌর কৃষক দল দরিদ্র কৃষকদের ধান কেটে ঘরে পৌছে দেওয়ার কাজ শুরু করেছে। গত শনিবার সকাল ১০ টায় উপজেলার বদিলা পাড়া গ্রামের দরিদ্র কৃষক আলা উদ্দিনের দেড় বিঘা জমির ধান কাটার মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু করে পৌর কৃষক দল।

এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর কৃষক দলের নব গঠিত কমিটির আহ্বায়ক ক্বারী ফুরকান আলী, সদস্য সচিব ইয়ানুর রহমান, সদস্য জাহিদুল ইসলাম, তৌফিক সহ পৌর কৃষক দলের একাধিক নেতা কর্মী।

দরিদ্র চাষিদের ধান কেটে ঘরে পৌছে দেওয়া কর্মসূচি শুরু করে পৌর কৃষক দলের আহ্বায়ক ক্বারী ফুরকান আলী জানান, এই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুুল ইসলাম হামিদের নির্দেশে দরিদ্র চাষিদের ধান কেটে ঘরে পৌছে দেওয়া হচ্ছে। অনেক চাষি আর্থিক সংকটের কারণে ধান কেটে ঘরে তুলতে পারছে না। তাই নেতার নির্দেশে এ কর্মসূচি শুরু করেছেন তিনি। এ কাজ অব্যাহত থাকবে বলে জানান দিনি।

কালীগঞ্জ পৌর কৃষক দলের সদস্য সচিব ইয়ানুর রহমান বলে, কৃষকদের উপকারের স্বার্থে আমরা তাদের পাশে সব সময় থাকব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close