ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

  ২৫ নভেম্বর, ২০২৪

ছোট ভাইয়ের লাঠির আঘাতে ভাইয়ের মৃত্যু

কক্সবাজারের ঈদগাঁওতে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই আমির আব্বাস নিহত হয়েছে। গতকাল রবিবার সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আমির আব্বাস (৪০) উপজেলার পোকখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইছাখালী গ্রামের মরহুম নূরুল কবিরের ছেলে। নিহতের সহোদর আমির হোসেন ও তার স্ত্রীকে আটক করেছে পুলিশ।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বার কামরুল হক জানান, গত শুক্রবার দুপুরে পারিবারিক ও সীমানা বিরোধের জের ধরে বাকবিতণ্ডার এক পর্যায়ে লাঠি দিয়ে আব্বাসের মাথায় আঘাত করেন ছোট ভাই আমির হোসেন। এতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত আমির আব্বাসকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন তার স্বজনরা। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা। ওইখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মসিউর রহমান বলেন, আব্বাস হত্যার ঘটনায় আমির হোসেন ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। এজাহার পেলে হত্যা মামলা রুজু করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close