সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
সাটুরিয়া
জমি বিরোধে হামলায় চিকিৎসাধীন কৃষকের মৃত্যু
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত হয়ে ১৮ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে কৃষক হেলাল উদ্দিন (৫৫)।
গতকাল রবিবার দুপুরে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এর আগে, শনিবার রাতে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। নিহত হেলাল উদ্দিন সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের বাগবাড়ি শিমুলিয়া এলাকার বাসিন্দা।
স্থানীয় বাসিন্দরা জানান, নিহত হেলালের সঙ্গে জমির আইল ও পানি দেওয়া নিয়ে প্রতিবেশি চান্দুর সঙ্গে বিরোধ চলছিল। পরে গত ৫ নভেম্বর দুপুরে কথা কাটাকাটির এক পর্যায়ে চান্দু ও তার ছেলে জাকির দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর আহত করে হেলাল ও তার ছেলে খোকনকে। স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন হেলাল ও খোকনকে উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে গেলে চিকিৎসক হেলালকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। গত শনিবার রাতে ১৮ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যায় সে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। ঘটনার পর থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছিল। এখন পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
"