reporterঅনলাইন ডেস্ক
  ২৫ নভেম্বর, ২০২৪

সংক্ষিপ্ত সংবাদ

মতবিনিময় সভা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধ

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) উন্নয়ন অংশিদারিত্ব বাড়ানোর আহবান জানানো হয়েছে। এজন্য এনজিও সংস্থাগুলোর অন্তর্ভুক্তিকরণ আরো সহজ করার দাবি জানানো হয়। গতকাল সকালে স্বপ্নতরী সমাজ উন্নয়ন সংস্থার সম্মেলন কক্ষে ব্রাহ্মণবাড়িয়া পিকেএসফ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য প্রফেসর তৌফিকুল ইসলাম মিথিল। মূল বিষয়বস্তু উপস্থাপন করেন পিকেএসএফ এর উপ মহাব্যবস্থাপক (কার্যক্রম) দীপেন কুমার সাহা।

পুরস্কার বিতরণী

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর শহরের বালুবাড়ী এলাকায় মাল্টিমিডিয়া সমৃদ্ধ ক্লাসরুম সুবিধা এবং ক্যাডেট ভর্তির নির্ভরযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান ক্যাডেট কেয়ার বাংলাদেশ দিনাজপুর শাখায় ভর্তি শিক্ষার্থীদের মধ্যে গতকাল পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে। ক্যাডেট কেয়ার দিনাজপুর শাখার ব্যবস্থাপনা পরিচালক হিতেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ক্যাডেট কেয়ার বাংলাদেশের অধ্যক্ষ মনসুর আহমেদ।

অস্ত্রসহ গ্রেপ্তার ১

উখিয়া প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় দেশীয় দুটি পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ একজনকে গ্রেপ্তার করেছে বিজিবি। গতকাল ভোরে উখিয়ার পালংখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি উখিয়ার বালুখালী গ্রামের বাসিন্দা। তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। গতকাল বিকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

লিফলেট বিতরণ

শিবালয় প্রতিনিধি

মানিকগঞ্জের দৌলতপুরে বাঘুটিয়া ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ ও মতবিনিময় করেছেন প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খোন্দকার আকবর হোসেন বাবলু। গতকাল সকালে লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা করা হয়। উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা হারেজ মাতবরের সভাপতিত্বে বক্তব্য দেন শিবালয় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ আলী জিন্নাহ, দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শফিউল আলম বিল্টু প্রমুখ।

বিএনপির কর্মিসভা

কাউনিয়া প্রতিনিধি

রংপুরের হারাগাছে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মিসভা গত শনিবার রাতে পল্লীমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি আবু ছালামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান পলাশ, হারাগাছ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুর আলম, সদস্য সচিব মশিয়ার রহমান, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম পাটোয়ারী প্রমুখ।

পুরস্কার বিতরণ

ঈদগাঁও প্রতিনধি

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার নারী শিক্ষাপ্রতিষ্ঠান জাহানারা ইসলাম বালিকা উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতেণ করা হয়েছে। গতকাল রবিবার সকালে স্কুল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন। সিনিয়র শিক্ষক রাজন আচর্য্যের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিন। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা মহসিন প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close