তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
নিখোঁজের সাড়ে ৩ মাস পর কৃষিজমি থেকে কঙ্কাল উদ্ধার
কুমিল্লার তিতাসে নিখোঁজের সাড়ে ৩ মাস পর কৃষি জমিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা এক বৃদ্ধার কঙ্কাল উদ্ধার করা হয়েছে। গত শনিবার উপজেলার সাতানী ইউনিয়নের চরকুমারীয়া গ্রামের হোরের পাড় থেকে কঙ্কালের অংশবিশেষ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, উদ্ধার কঙ্কালটি চরকুমারীয়া গ্রামের ছক্কা মিয়ার স্ত্রী মরিয়ম বেগমের (৬৫)। স্বামী মারা যাওয়ার পর তিনি তার মামার বাড়িতে থাকতেন। গত ৫ আগস্ট ছাগলের জন্য ঘাস কাটতে গিয়ে তিনি আর বাড়ি ফিরেননি। বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পরও কোথাও সন্ধান পাওয়া যায়নি।
গতকাল রবিবার সকালে স্থানীয় কৃষক কামাল হোসেন জমি পরিষ্কার করতে গেলে কৃষি জমিতে মানবদেহের মাথার খুলি, হাত, পা ও বুকের পাঁজরের হাড়ের অংশবিশেষ ছড়ানো ছিটানো অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসীকে খবর দেয়। পরে তারা কঙ্কালের নিচে পড়ে থাকা মরদেহের পরনের সালোয়ার ও একটি প্লাস্টিকের বস্তা দেখতে পেয়ে কঙ্কালটি সাড়ে ৩ মাস আগে নিখোঁজ মরিয়মের বলে শনাক্ত করতে পেরে থানা পুলিশে খবর দেন।
তিতাস থানার ওসি মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, ট্রিপল নাইনে ফোন পেয়ে এসে মানবকঙ্কালের বিভিন্ন অংশবিশেষ সংগ্রহ করা হয়েছে ডিএনএ পরীক্ষার জন্য। রিপোর্ট এলে বোঝা যাবে কী কারণে তার মৃত্যু হয়েছে।
"