রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
রৌমারীতে অবরুদ্ধ থেকে মুক্তি চায় অর্ধশতাধিক পরিবার
কুড়িগ্রামের রৌমারীতে প্রতিবন্ধী, বয়স্ক, অসুস্থ, শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ অর্ধশতাধিক পরিবার অবরুদ্ধ থেকে মুক্তি চায়। রৌমারী মহিলা কলেজপাড়া গ্রামের অর্ধশতাধিক পরিবার বঞ্চিত নানা জরুরি সেবা থেকে। এই অবরুদ্ধ থেকে মুক্তির লক্ষ্যে গতকাল রবিবার দুপুর ১টার দিকে রৌমারী উপজেলার মহাসড়কে এক মানববন্ধন করা হয়। পরে ইউএনওসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেওয়া হয়। এতে বক্তব্য দেন হাবিবুল হাসান, আনোয়ার হোসেন, মিজানুর রহমান, হুমায়ুন কবির, আফরুজা বেগম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, কলেজের বাউন্ডারী ওয়াল তৈরির সময় ভুক্তভোগীরা বাধা দিলে ৩ থেকে ৪ ফুট রাস্তা ছেড়ে দেওয়াল নির্মাণ করেন কলেজ কর্তৃপক্ষ। পরে ওই কলেজেরই লেকচারার হাবিল উদ্দিন কলেজের ছেড়ে দেওয়া ওই রাস্তাটি বন্ধ করে ঘর নির্মাণ করেন। এতে রাস্তাটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। রাস্তার অভাবে কৃষকের উৎপাদিত ফসল বাজারে নেওয়া যাচ্ছে না। এতে গ্রামবাসীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ বিষয়ে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আনিসুল ইসলাম বলেন, কলেজ কর্তৃপক্ষ ও গ্রামবাসীর লিখিত আবেদন পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
"