ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

  ২৫ নভেম্বর, ২০২৪

বন্ধ পাটকল চালুর দাবিতে মানববন্ধন

জামালপুরের সরিষাবাড়ীতে আওয়ামী লীগ সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া আলহাজ জুট মিলস্ পুনরায় চালু করার দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিকরা। গতকাল রবিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দল আলহাজ জুট মিল শাখার আয়োজনে সরিষাবাড়ীর মুক্তিযোদ্ধা সংসদ মোড়ের সরিষাবাড়ী-জামালপুর সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বন্ধ হয়ে যাওয়া পাটকলে কর্মরত নারী-পুরুষ শ্রমিকরাসহ সরিষাবাড়ীর বন্ধ হওয়া এ আর জুট মিলস্, পপুলার জুট মিলস্ ও মিমকো জুট মিলস্রে সাবেক সিবিএ নেতা ও শ্রমিকরা অংশ নেন।

জানা যায়, ১৯৬৭ সালে পৌর এলাকার মাইজবাড়ী এলাকায় স্থাপিত হয় আলহাজ জুটমিল। এখানে পাটের তৈরি বস্তা, ব্যাগ, ও কার্পেটের সুতা তৈরি হতো। কারখানায় প্রায় ৩ হাজারের বেশি নারী-পুরুষ শ্রমিক কর্মরত ছিলেন। হঠাৎ ২০১৮ সালের ২১ জুলাই মধ্য রাতে প্রায় ৮০ কোটি টাকা লোকসান ও ১৫ কোটি টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে পূর্ব ঘোষণা ছাড়াই কারখানাটি বন্ধ ঘোষণা করে দেয় কারখানা কর্তৃপক্ষ।

মানববন্ধনে দ্রুত বকেয়া পরিশোধ ও মিল চালু করা না হলে আগামী দিনে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শ্রমিকরা।

আলহাজ জুট মিলস্ কারখানা শ্রমিক দলেল সাধারণ সম্পাদক কামরুল হাসান বুলবুলের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন সরিষাবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক আজিম উদ্দিন আহম্মেদ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close