গাইবান্ধা প্রতিনিধি
২৫ নভেম্বর, ২০২৪
অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার
গাইবান্ধার পলাশবাড়ীতে পিস্তল ও গুলিসহ জুয়েল রানা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তার দেওয়া তথ্য অনুযায়ী পলাশবাড়ির উদয়সাগর এলাকা থেকে গতকাল রবিবার ভোরে পিস্তল, ম্যাগজিন, ৮ রাউন্ড গুলি, চাইনিজ কুড়াল ও বিদেশি মদ জব্দ করা হয়। গ্রেপ্তার জুয়েল রানা দিনাজপুরের ঘোড়াঘাট মাছুয়াপাড়া গ্রামের বাসিন্দা।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বলেন, আসামি জুয়েল রানাকে থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনীর সদস্যরা। আইনগত প্রক্রিয়া শেষে তাকে কারাগারে পাঠানো হয়।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন