মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি

  ২৫ নভেম্বর, ২০২৪

ভাইয়ে ভাইয়ে ঝগড়ায় নিহত ১ গ্রেপ্তার ৪

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দুল্লা ইউনিয়নের নটাকুড়ি ভদ্রেরবাইদ গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জেরে ভাইয়ে ভাইয়ে ঝগড়ায় বেলায়েত হোসেন বিল্লাল (৪৬) নামের এক কৃষক নিহত হয়েছেন। গত ১৬ নভেম্বর এ ঘটনা ঘটে।

গত শনিবার মুক্তাগাছা থানার ওসি মো. কামাল হোসেন জানান, প্রধান আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে প্রক্রিয়া চলছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নিহতের বড় ভাই মামলার প্রধান আসামি আবদুল মান্নান, হীরা হোসেন, মোর্শেদা আক্তার ও মৌসুমী বেগম।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার নটাকুড়ি ভদ্রেরবাইদ গ্রামের মৃত অহেদ আলী গদু মন্ডলের ছেলেদের মধ্যে জমি নিয়ে পূর্ব থেকে বিরোধে চলে আসছিল। এর জেরে গত ১৬ নভেম্বর সকাল ৭টার দিকে বিল্লালের আপন ভাই মান্নান (৬০), রতন মিয়া সোলায়মান (৩৫), দুলাল উদ্দিন (৫২), হেলাল উদ্দিন (৪১), হীরা হোসেন (২৪), মানিক মিয়া (৩৭), মোখলেছ মিয়া (২৭), মুস্তাফিজ (২৫), হাফিজুল ইসলাম (৩৮), শহিদুল ইসলাম (৩৫), কাঞ্চন মিয়া (২০), মোর্শেদা আক্তার (৪৫), মৌসুমী বেগম (২৫) মোমেনা আক্তার (২৮), সানোয়ারা বেগম (৪৯), চঞ্চল উদ্দিন (২২), ময়নাল হক (৩৭), জামাল মেম্বার (৫৮), ফরিদসহ (৬০) অজ্ঞাতনাম আরো ৪/৫ জন মিলে বিল্লালের বাড়িতে হামলা করে। বিল্লালকে মারধরের পর মৃত ভেবে ফেলে রেখে যায় তারা। পরে গুরুতর আহত বিল্লালকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close