সিরাজগঞ্জ প্রতিনিধি

  ১৫ নভেম্বর, ২০২৪

সিরাজগঞ্জ

কমেনি সবজির দাম বেড়েছে ভোগান্তি

সিরাজগঞ্জের বাজার গুলোতে সবজির দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। যার প্রেক্ষিতে নিম্ন আয়ের মানুষ সহ সর্ব শ্রেণির মানুষের মাঝে বেড়েছে ভোগান্তি। শহরের বড় বাজার, নাসিম পৌর কাচা বাজার, মাছিমপুর বউ বাজার, কালিবাড়ি বাজার, গুড়ের বাজার, স্টেশন বাজার, কাঠের পুল বাজার সহ বিভিন্ন বাজারে সবজির দাম বাড়ার কারণে প্রতিনিয়তই বাজারে এসে হিমশিম খেতে হয় মানুষদের। ক্রেতাদের মাঝে অস্বস্থি দেখা দিয়েছে।

বাজার সূত্রে জানা গেছে, সবজির বাজারে দীর্ঘ দিন ধরে চলছে এই অস্থিরতা। সবজির বাজার চড়া বলে দাবি বিক্রেতাদের। তবে এক এক বাজারে এক এক দাম লক্ষ্য করা যায়। বাজারে প্রায় সব ধরণের সবজি বিক্রি হচ্ছে উচ্চ মূল্যে। বৃহস্পতিবার প্রতি কেজি আলু ৬০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৭৫ টাকা, বেগুন ৮০থেকে বৃদ্ধি পেয়ে ১২০ টাকা, পেয়াজ ১১৫টাকা থেকে বৃদ্ধি পেয়ে ১৫০ টাকা, নতুন কাঁচা পেয়াজ (গাছ সহ) ১০০ টাকা কেজি, ঢেরশ ৫০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৭০ টাকা, কাঁচা পেপে ২০ টাকা থেকে বেড়ে ৪০ টাকা, রসুন ২৪০ থেকে বেড়ে ২৮০ টাকা, পোটল ৫০ থেকে ৬০ টাকায় বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া সরিষার তেল প্রতিটি কেজি ১৮০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২২০ টাকা, সয়াবিন তেল ১৮০ থেকে বেড়ে ১৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। সবজির পাশাপাশি বিভিন্ন মাছ, মাংস, মুরগী সহ চাউলের দাম বৃদ্ধি পেয়েছে।

বড় বাজারের দোকানি আফজাল হোসেন ও কালিবাড়ি বাজারের দোকানি শ্যামল দাস বলেন, এই সময়ে শাক সবজির দাম কম

থাকার কথা থাকলেও সরবরাহ কম এবং আড়ৎ থেকে আমাদের বেশি দামে কিনতে

হয়। যে কারণে আমাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

সিরাজগঞ্জ বাজার স্টেশন বাজারে বাজার করতে আসা রামপদ ও রিক্সা চালক হালিম উদ্দিন বলেন, আমাদের আয় কম। এই কারণে প্রতিদিনই বাজার করতে হয়। এদিকে শাক-সবজি, চাউল, মাছ, মাংস নিত্যদিনই বৃদ্ধি পাওয়ায় আমাদের দুর্বিসহ জীবন যাপন করতে হচ্ছে।

জেলা নাসিম পৌর কাচা বাজারের আড়তদার আজিজুল হক বলেন, সিরাজগঞ্জের

অধিকাংশ সবজি সহ কাচামাল উৎপাদন হয় চরাঞ্চলে। কিন্তু সরবারহ কম থাকায়

উল্লেখিত কাচামালের দাম বেশি। এ ছাড়া পরিবহন ব্যায় বেশি হওয়ায় দ্রব্য মূল্যের দামও বৃদ্ধি পেয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close