গাইবান্ধা প্রতিনিধি

  ১৫ নভেম্বর, ২০২৪

গাইবান্ধায় ভুয়া শ্রবণ প্রতিবন্ধীর নিয়োগ বাতিল

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এলজিইডির কমিউনিটি অর্গানাইজার মো. রতন মিয়ার অস্থায়ী নিয়োগ বাতিল করা হয়েছে। তার বিরুদ্ধে ভুয়া শ্রবণ প্রতিবন্ধীর অভিযোগে উপজেলা প্রকৌশলী মো. বাবলু মিয়া তার নিয়োগ বাতিল করে গাইবান্ধার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীকে পত্র দিয়েছেন।

গত ৪ নভেম্বর ফুলছড়ি উপজেলা প্রকৌশলী মো. বাবলু মিয়া স্বাক্ষরিত এক পত্রে জানা যায়, উদাখালী ইউনিয়নের সিংড়িয়া গ্রামের মওলা মিয়ার ছেলে রতন মিয়া ভুয়া শ্রবণ প্রতিবন্ধী সেজে ২০২৩ সালের ৭ নভেম্বর নিয়োগপ্রাপ্ত হয়ে ওই সালের ১২ ডিসেম্বর এলজিইডি সদর দপ্তরে কমিউনিটি অর্গানাইজার পদে যোগদান করেন। তিনি বর্তমানে ফুলছড়ি এলজিইডি অফিসে কর্মরত রয়েছেন।

তার নিয়োগপত্র অনুযায়ী দেখা যায়, ২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি সমাজসেবা অফিস থেকে একটি শ্রবণ প্রতিবন্ধী সনদপত্র নিয়ে ওই দপ্তরে চাকরিতে নিয়োগপত্রের সঙ্গে দাখিল করেন। কিন্তু জেলা সিভিল সার্জনের স্বাস্থ্যগত সনদ অনুযায়ী রতন মিয়া সুস্থ সবল মানুষ ও কোনো প্রতিবন্ধী নয় বলে প্রমাণ পাওয়া যায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close