জয়পুরহাট প্রতিনিধি

  ১৫ নভেম্বর, ২০২৪

নিখোঁজের ৩৬ ঘণ্টা পর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিখোঁজের দুদিন পর জয়পুরহাট সদর উপজেলার বুজরুক গ্রামের একটি বাঁশঝাড় থেকে নুর আলম নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার দুপুরে তার মরদেহটি উদ্ধার করা হয়। তবে এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। নিহত নুর আলম সদর উপজেলার ভাদসা ছিট ডালিম্বা গ্রামের এবন মন্ডলের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার রাতে মঙ্গলবাড়ী বাজারের নিজ দোকান থেকে বাড়ির উদ্দেশে বের হয়ে যান নুর আলম। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। পরে বুধবার বুজরুক গ্রামের একটি কবরস্থানের পাশের বাঁশঝাড়ে এক মহিলা পাতা ঝাড়ু দিতে গিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। এ সময় সে প্রতিবেশীদের বিষয়টি জানালে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

জয়পুরহাট থানার ওসি শাহেদ আল মামুন বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close