চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৫ নভেম্বর, ২০২৪
শিবগঞ্জে শাশুড়িকে হত্যার অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মানসিক ভারসাম্যহীন জামাই টুটুল ইসলামের হামলায় শাশুড়ি নিহত হয়েছেন। গত বুধবার রাত ১০টার দিকে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের মিরাটুলি-বাবুপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, মানসিক রোগী জামাইয়ের বাড়িতে বেড়াতে গিয়ে দেশীয় অস্ত্রের (শাবল) আঘাতে ঘটনাস্থলেই শাশুড়ির মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা শওকত আলী জানান, টুটুল দীর্ঘদিন ধরে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা গ্রহণ শেষে তিন মাস আগে বাড়িতে আসেন। এখনো নিয়মিত মানসিক রোগের ওষুধ খান।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন