কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
১৫ নভেম্বর, ২০২৪
যুবলীগ নেতাকে কুপিয়ে জখম
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি দুলাল সরকারকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বর্তমানে তিনি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
তার স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর দুলাল সরকার বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে যান। গত রবিবার সন্ধ্যার পর তিনি নৌকায় করে যমুনা নদী পার হয়ে নাটুয়ারপাড়া নৌকাঘাটে পৌঁছান। এ সময় বিএনপির কয়েকজন নেতাকর্মী তাকে কুপিয়ে জখম করেন।
গত বুধবার আহত দুলালের জামাই লিখন বাবু জানান, তার শ্বশুরের অবস্থা আশঙ্কাজনক।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন