আমতলী (বরগুনা) প্রতিনিধি
রিমালে ক্ষতিগ্রস্ত ৪ হাজার ২০০ পরিবারকে ত্রাণ বিতরণ শুরু
বরগুনা আমতলীতে রিমালে ক্ষতিগ্রস্ত ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৪ হাজার ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
গতকাল বুধবার সকালে হংকং সরকারের সহায়তায় উদ্বোধন কার্যক্রম পরিচালনা করেছেন এনএসএস (নজরুল স্মৃতি সংসদ) ও ওয়ার্ল্ড ভিশন। এর আগে, মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদের হল রুমে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের ১০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ উপলক্ষে এক উদ্বোধনী সভার আয়োজন করা হয়।
এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ আশরাফুল আলম।
সভায় বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন আমতলী এড়িয়া কার্যালয়ের ম্যানেজার বিপ্লব আইজ্যাক সর্দার, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ জামাল হোসাইন প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সাইফুর রহমান,আমতলী প্রেসক্লাবের সাবেক খায়রুল বাশার বুলবুল, সাবেক সম্পাদক মনিরুজ্জামান সুমনসহ অনেকে।
"